/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
226
link_
Warning: Undefined array key "zebra" in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
Warning: Attempt to read property "value" on null in
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
227
">
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৪২৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
|
ঢাবির চ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: পাশের হার ৩.৩৭শতাংশ |
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদভূক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষায় ১৩৫টি আসনের বিপরীতে ১৪৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতকরা ৩.৩৭শতাংশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। এসময় চারুকলা অনুষদের ডীন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন¦য়কারী অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আলভী এবং অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ উপস্থিত ছিলেন।
|
|
Post Date: 2013-12-12 03:15:05
ফলাফল (www.admission.eis.du.ac.bd) ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং সিটিসেল মোবাইল ফোন থেকে du cha roll no টাইপ করে 16321 নম্বরে send করলে ফিরতি SMS এর মাধ্যমে ফলাফল জানা যাবে।
উপাচার্য কর্তৃক ভর্তি পরীক্ষার ফল ঘোষিত হওয়ার পর চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ আবুল বারক্ আলভী ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৪২৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।