/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line 
226
Warning:  Attempt to read property "value" on null in 
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line 
226
 link_
Warning:  Undefined array key "zebra" in 
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line 
227
Warning:  Attempt to read property "value" on null in 
/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line 
227
">
	
                
    	
        	  |         	
            	| জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ |  
                | জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বষের্র ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার প্রকাশিত ফলাফলে গড় পাশের হার দেখানো হয়েছে ৮৩ শতাংশ।
২৭ ডিসেম্বর অনুষ্ঠেয় পরীক্ষায় দুই লাখ ৪৭ হাজার ১৪৫টি আসনের বিপরীতে চার লাখ ১৩ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এর মধ্যে প্রথম মেধা তালিকাভুক্ত ১ লাখ ৭২ হাজার ৫৮২ জনসহ সকল পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় উত্তীর্র্ণদের মধ্যে মেয়ে শিক্ষার্থী শতকরা ৪৯ ভাগ। পরীক্ষায় গড় পাসের হার শতকরা ৮৩ ভাগ।
 |  
              | 
        
     
     
Post Date: 2014-01-28 01:26:05
          মানবিক শাখায় ১ লাখ ৭০ হাজার ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৭ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী পাস করেছে, পাসের হার শতকরা ৯৮ ভাগ। বিজ্ঞান শাখায় ৫৪ হাজার ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী পাস করেছে, পাসের হার শতকরা ৯২ ভাগ। ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ৮৮ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২৯ হাজার ৪২২ জন পরীক্ষার্থী পাস করেছে, পাসের হার শতকরা ৬৮ ভাগ।
সারাদেশে মোট ৫১৬ টি অধিভুক্ত অনার্স কলেজের ৩০টি বিষয়ে ২ লাখ ৪৭ হাজার ১৪৫ আসনের বিপরীতে ৪ লাখ ১৩ হাজার ৪৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষার্থীরা তাদের ফলাফল SMS এর মাধ্যমে জানতে পারবেন।  মোবাইল থেকে জানতে মেসেজ অপশনে গিয়ে  NU AT Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে ফলাফল জানা যাবে এবং রাত ৯ টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এ এই পরীক্ষার ফলাফল দেয়া হবে।