/home/admssnxp/smarty/en/templates_c/fbb41b938159df723fcd0924c64def671fc3756d.file.singlelink.tpl.php on line
|
পড়া শোনার বিষয়াবলী |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদ ও ৩টি ইনস্টিটিউটের অধীন ২৭টি বিভাগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন- www.juniv.edu
বিভাগসমূহ যথাক্রমে
ক ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ): পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান, ভূ-তাত্ত্বিক বিজ্ঞান।
খ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): অর্থনীতি, লোক প্রশাসন, নৃবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নগর ও অঞ্চল পরিকল্পনা।
গ ইউনিট (কলা ও মানবিক অনুষদ): বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, নাটক ও নাট্যতত্ত্ব, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, |
|
প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক।
ঘ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিদ্যা, মৃত্তিকাবিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনলজি, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, ফার্মেসি, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স।
ঙ ইউনিট (বিজনেস্টাডিজ): অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ।
চ ইউনিট (আইবিএমজেইউ): বিবিএ প্রোগ্রাম।
ছ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনলজি): ইনফরমেশন টেকনলজি।
জ ইউনিট (আইন অনুষদ): আইন ও বিচার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ঃ
জাবির ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত। ভর্তির আবেদন বিষয়ক বিস্তারিত তথ্য শীঘ্রই পাওয়া যাবে http://www.juniv.edu/
আবেদন শুরু: এখনো ঘোষণা করা হয়নি
আবেদন শেষ: এখনো ঘোষণা করা হয়নি।
পরীক্ষার তারিখ: ২ থেকে ৯ নভেম্বর।
আবেদন ফি: এ ইউনিটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ৪০০ টাকা, বি ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ ৪০০ টাকা, সি ইউনিটে কলা ও মানবিকী অনুষদ প্রতি বিভাগ ২০০ টাকা, ডি ইউনিটে জীববিজ্ঞান অনুষদ ৪০০ টাকা, ই ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদ ৪০০ টাকা, এফ ইউনিটে আইন অনুষদ-৩০০ টাকা, জি ইউনিটে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ)- ৩০০ টাকা, এইচ ইউনিটে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি-৩০০ টাকা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিছু অনন্য বিভাগ রয়েছে। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, প্রত্নতত্ত্ব বিভাগ ও চারুকলা। এছাড়া বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, জার্নালিজম বিভাগ। ক্লাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবেশটাই একজন শিক্ষার্থীর মানস গঠনের জন্য অনন্য। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্য পরামর্শ থাকবে একটু মনোযোগের সাথে প্রস্তুতি নেবে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরনটা একটু আলাদা থাকে। কয়েক বছর ধরে এমসিকিউ সিস্টেমে প্রশ্ন হচ্ছে। তবে কিছু কিছু প্রশ্ন সাবজেক্টিভ হয়। বিগত সনের প্রশ্নগুলো একটু দেখে নিলেই সমস্যা হবে না আশা করি। শুভ কামনাসহ শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি।